English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

অসভ্যতা না করলে আমিও চেঁচাব না, কেন বললেন তাপসী?

- Advertisements -

বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি আয়ুষ্মান খুরানার বাড়ির দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। এ সময় তার পরনে ছিল লাল শাড়ি ও সোনালি স্লিভলেস ব্লাউজ। হাতে ছিল উপহার।

ভয়ে ভয়ে চিত্রগ্রাহকরা তার কাছ ঘেঁষতেই কেউ একজন বলে উঠলেন, “আজ রেগে যাবেন না প্লিজ।”

সঙ্গে সঙ্গে একগাল হেসে পাল্টা জবাব দিলেন তাপসী। পাপারাৎজিকে বললেন, “অসভ্যতা না করলে আমিও চেঁচাব না! সহজ ব্যাপার।”  তার এই  ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

তাপসীর রাগ সকলেই জানেন। তার সামনে ‘ভাল’ হয়ে থাকলে তিনিও ‘ভাল’। কিন্তু বেশি বিরক্ত করলে ক্ষেপে যান তাপসী। দু’চার কথা শুনিয়ে দেন সবার সামনে। বহুবার তার সেই রূপ দেখেছেন ভক্তরা। পাপারাৎজিদের উপর প্রায়ই চটে যান তিনি। জানান, চিৎকার করে অপ্রিয় প্রশ্ন করা পছন্দ করেন না তিনি। ছবি তোলার জন্য ‘ঘ্যান ঘ্যান’ করা তো একেবারেই না। তারপরও অভিনেত্রীকে সামনে দেখলে অনেক সময় খেয়াল থাকে না সাধারণের। আর বলিউডে পাপারাৎজির ‘উৎপাত’ তো সর্বজনবিদিত। তবে সতীর্থ আয়ুষ্মান খুরানার বাড়িতে পা রেখে বেশ ফুরফুরেই ছিলেন তাপসী পান্নু।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন