২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। এরপরই তার স্মরণে ও সম্মানে প্রবর্তন করা হয় ‘লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার’। গেল বছর প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছর সেই পুরস্কার পেতে যাচ্ছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। আর এর মাধ্যমে তার মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন পালক।
সব ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল লতা মঙ্গেশকরের বাবা প্রখ্যাত থিয়েটার এবং সঙ্গীতশিল্পী দীননাথ মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীতে অমিতাভ এই পুরস্কার পেতে যাচ্ছেন। আর বিষয়টি মঙ্গলবার (১৬ এপ্রিল) জানিয়েছে মঙ্গেশকর পরিবার ৷
তাদের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অমিতাভ বচ্চন ছাড়াও ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য এ বছর সঙ্গীত শিল্পী এ আর রহমান এই পুরস্কার পাবেন। একই সাথে প্রবীণ অভিনেতা অশোক সরফ এবং পদ্মিনী কোলাপুরি সিনেমায় তাদের অবদানের জন্য এই পুরস্কারে সম্মানিত হবেন।
প্রসঙ্গত, দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যারা দৃষ্টান্তমূলক কাজ করেছেন, তাদের উদাহরণ হিসেবে সামনে আনতে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়।