English

29 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
- Advertisement -

”অভিষেক অকারণে স্বজনপ্রীতির শিকার’, অমিতাভের হৃদয়স্পর্শী পোস্ট

- Advertisements -

নাসিম রুমি: বলিউডে নেপোটিজম নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তালিকায় রয়েছে একাধিক তারকার নাম। নাম জড়িয়েছে জুনিয়র বচ্চন অভিষেকেরও। যাকে প্রতি মুহূর্তে শুনতে হয়েছে তিনি নাকি নিজের যোগ্যতায় নয়, বরং বাবা অমিতাভের জন্যই সুযোগ পেয়েছেন বি-টাউনে। তবে অভিষেক বরাবরই বলেছেন তিনি তার বাবার কাছ থেকে কখনও কোনও রকম সাহায্য পাননি।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার এই বিষয়ে মুখ খুললেন অমিতাভ। ছেলের প্রশংসায় এক্স-এ পোস্টও করেছেন। অমিতাভ বচ্চন এক্স-এ একটি ফিল্ম সাইটের করা পোস্ট শেয়ার করেছে।
যেখানে লেখা, ‘অভিষেক বচ্চন অকারণে স্বজনপ্রীতির শিকার হয়েছিলেন। আমরা যদি তার সিনেমার তালিকা দেখি, তাহলে দেখা যাবে যে ভালো ছবির সংখ্যা অনেক বেশি।’ পোস্টে অমিতাভ বেশ কিছু হৃদয়স্পর্শী কথাও তুলে ধরেছেন।

হৃদয়ের অনুভূতি প্রকাশ করে অমিতাভ লিখেছেন, ‘আমিও এই বিষয়টি অনুভব করি। এবং সেটা কখনওই অভিষেকের বাবা হিসেবে নয়। বরং, একজন দর্শক হিসেবে।’

অমিতাভ বচ্চনের এই পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছেন। সকলেই অভিষেকের প্রশংসা করেছেন। কেউ কেউ এমনকি এও বলেছেন যে অভিষেক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা রত্ন। ‘গুরু’ এবং ‘রিফিউজি’-র মতো ছবির মাধ্যমে অভিনয় পারদর্শীতা দিয়ে এখনও দর্শকদের হৃদয়ে রয়েছেন জুনিয়র বচ্চন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন