বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার ১৮ কোটি টাকার ঋণ মওকুফ করেছে নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংক। ‘কংগ্রেস কেরালা’ নামে এক এক্স হ্যান্ডেল থেকে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়। প্রীতির নেওয়া এই বিশাল পরিমাণ ঋণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকটি। এমন অভিযোগ উঠেছে প্রীতির নামে। এবার এই অভিযোগের পালটা জবাব দিলেন প্রীতি।
তার নামে এমন অভিযোগ তোলার জন্য ‘কংগ্রেস কেরালা’ পেজটির সমালোচনা করেন প্রীতি। তিনি বলেন, ‘আমার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো আমি নিজেই পরিচালনা করি, ভুয়া খবর প্রচার করতে আপনাদের লজ্জা করে না! কেউ আমার জন্য কোনো ঋণ অনুমোদন করেনি। আমি হতবাক যে, একটি রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি আমার নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া খবর প্রচার করছে এবং এটি জঘন্য রটনা।’