তখন তিনি দেশের ক্রিকেটের সুপারস্টার। ফিক্সিং কলঙ্কে তখনো জড়াননি। সেই ২০১০ সালে ‘টি টোয়েন্টি’ নামের একটি খণ্ড নাটকে কাজ করে নিজের অন্য প্রতিভার কথাও জানান দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার বছর দুয়েক পরেই তার জীবনে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ের শুরু হয়। ১১ বছর পর তিনি একটি ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন।
জানা গেছে, আশরাফুল অভিনীত ধারাবাহিক নাটকটির নাম ‘গোল্ডেন সিক্স’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। আজ ২৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে রাজধানীর কয়েকটি লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। ‘গোল্ডেন সিক্স’ নাটকটি শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
গণমাধ্যমকে অভিনয়ে ফেরা প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘এর আগেও তারিক ভাইয়ের নাটকে অভিনয় করেছিলাম। প্রথমবার সেভাবে বুঝতেই পারিনি অভিনয় কেমন করে করতে হয়। কিন্তু এবার অনুশীলনও করতে হয়েছে। চরিত্রটি কীভাবে ফুটিয়ে তোলা যায়, তা নিয়ে পরিচালকের সঙ্গে কথা বলেছি। আশা করছি পরবর্তী পর্বগুলোর শুটিং পরিকল্পনা মতোই হবে।’