অভিনেত্রী জোডি টার্নার স্মিথের নতুন সিনেমা ‘আয়াং’ এর প্রচারে অংশ নিতে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় চলচ্চিত্র উৎসব ‘কান’ -গিয়েছেন অভিনেত্রী। আর সেখানেই চুরির শিকার হলেন তিনি।
হোটেল থেকে তার পরিবারিক একটি হীরার গয়না চুরি হয়েছে বলে দাবি করছেন তিনি। ইতিমধ্যে স্মিথ পুলিশের নিকট অভিযোগও দায়ের করেছেন।
গয়না হারানোর পর জোডি টার্নার স্মিথ তার এক টুইট বার্তায় জানান, ‘ভাবিনি যে কান উৎসবে আমার শেষ দিনটির আড়াই ঘণ্টা থানায় কাটাতে হবে। তবে আমাকে তাই করতে হয়েছে।’
টার্নার স্মিথের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কান শহরে মেরিওট হোটেলে ৯ জুলাই সকালে নাস্তা খেতে যান তিনি। তখনই তার রুমের মধ্যে কেউ ঢুকে তার গয়নাটি চুরি করে নিয়ে যায়৷ আননুমানিক ওই হীরার গয়নার দাম ধরা হচ্ছে ১০ হাজার ইউরো।
এটি ছিল তার মায়ের বিবাহের আংটি৷ পারিবারিক সূত্রে তিনি তা পেয়েছিলেন।