এ কে আজাদ: অভিনেত্রী হুমায়রা হিমুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ । তিনি ২০২৩ সালের ২ নভেম্বর, ঢাকায় মৃত্যুবরণ (আত্মহত্যা) করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। প্রয়াত এই অভিনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই ।
হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর, লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকার ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
হুমায়রা হিমু মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে প্রথম নাট্যজগতে প্রবেশ করেন। তাঁর মামা মূর্শেদ নাটকটি নির্দেশনা দিয়েছিলেন। ‘ফ্রেঞ্চ’ নামক নাট্যদলের হয়ে তিনি অভিনয় করেন।
তাঁর অভিনীত প্রথম টিভি নাটক ‘ছায়াবীথি’ প্রচারিত হয় ২০০৬ সালে। হুমায়রা হিমু আরো যেসব নাটকে অভিনয় করেছেন তারমধ্যে- পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর), বাড়ি বাড়ি সারি সারি, হাউজফুল, গুলশান এভিনিউ, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাতিঘর, শোনেনা সে শোনেনা, কমেডি-৪২০, চাপাবাজ, অ্যাকশান গোয়েন্দা, হুলো বিড়াল, ছন্নছাড়া ৪২০, এ্যাম্বুলেন্স ডাক্তার, পাগলা প্রেমিক, উপহার, হালখাতা, দানবীর এখন নিঃস্ব, বাবর আলীর বিয়ে, স্যালুট, নয়া লাইলি মজনু, হকার আব্দুল হাই, গিট্টু সেলিম, মন ও চোরা গলি, সুরের ফেরিওয়ালা, লেট ম্যারেজ, ভুতের গ্রাম, শোধ, টুকরো ছবির এ্যালবাম, চুপি চুপি, নির্বিকার মানুষ, স্ক্যান্ডেল, উত্তরাধিকার, ঝুলন্ত বাবুরা, ভূতের বাড়ি, বাঘা শের, গাঁয়ের মানুষ, গায়েন, জতিষ রাজ টিপু সুলতান, পারদ ফুলের ঘ্রাণ অন্যতম।
বন্ধু রাশেদ, এক কাপ চা, তোরে কত ভালোবাসি’সহ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেন হুমায়রা হিমু।
এছাড়াও তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছেন।
হুমায়রা হিমু একজন প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন। বাংলাদেশের টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়ও ছিলেন তিনি।