২০২০ সালে মডেল ও অভিনেত্রী সোফিয়া ভারগারা বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নারী অভিনেত্রী হয়েছেন। এক বছরে তিনি আয় করেছেন ৪৩ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩৬০ কোটি টাকার বেশি। অভিনয়শিল্পী ছাড়াও কলম্বিয়ান-আমেরিকান এই অভিনেত্রী একজন প্রযোজকও।
সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস হাইয়েস্ট-পেইড নারী অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে। এ তালিকার শীর্ষে রয়েছেন সোফিয়া।
সোফিয়ার পর যথাক্রমে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি (৩৫.৫ মিলিয়ন মার্কিন ডলার), গ্যাল গ্যাডট (৩১ মিলিয়ন মার্কিন ডলার), মেলিসা ম্যাকার্থি (২৫ মিলিয়ন মার্কিন ডলার), মেরিল স্ট্রিপ (২৪ মিলিয়ন মার্কিন ডলার), এমিলি ব্লান্ট (২২.৫ মিলিয়ন মার্কিন ডলার), নিকোল কিডম্যান (২২ মিলিয়ন মার্কিন ডলার), এলেন পম্পেও (১৯ মিলিয়ন মার্কিন ডলার), এলিজাবেথ মস (১৬ মিলিয়ন মার্কিন ডলার) ও ভিয়োলা ডেভিস (১৫.৫ মিলিয়ন মার্কিন ডলার)।
গত বছর ফোর্বসের তালিকায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নারী অভিনেত্রী হয়েছিলেন স্কারলেট জোহানসন, তিনি আয় করেছিলেন ৫৬ মিলিয়ন মার্কিন ডলার। এ বছর সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ১০ নারী অভিনেত্রী সব মিলিয়ে আয় করেছেন ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন