English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

অভিনেতা মঞ্জুর রাহীর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

চলচ্চিত্রের মারপিট পরিচালক ও অভিনেতা মঞ্জুর রাহী’র ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৯২ সালের ৫ জানুয়ারি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর । প্রয়াত এই গুণী অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাই । তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

মঞ্জুর রাহী ১৯৫৪ সালের ১৭ অাগস্ট, পাকিস্তানের করাচীতে, জন্মগ্রহণ করেন। ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করার পর, পাকিস্তানের চলচ্চিত্রে প্রথম অভিনয় শুরু করেন। তাঁর ছোট ভাই টুলু রাহীও একজন অভিনেতা ছিলেন।

১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত, হাসমত পরিচালিত ‘নকল মানুষ’ ছবিতে মারপিট পরিচালক ও খলঅভিনেতা হিসেবে বাংলাদেশের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়, মঞ্জুর রাহী’র।
তিনি আরো যেসব ছবিতে মারপিট পরিচালনা ও অভিনয় করেছেন তারমধ্যে, ‘হাসি কান্না’, ‘জানোয়ার’,
‘নয়ন মনি’, ‘দস্যু বনহুর’, ‘জীবন মরণ’, ‘কুয়াশা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘দোস্ত দুশমন’, ‘অঙ্গার’, ‘জয় পরাজয়’, ‘অনন্ত প্রেম’, ‘আসামী’, ‘আসামী হাজির’, ‘অশিক্ষিত’, ‘ফকির মজনু শাহ’, ‘মাটির ঘর’, ‘ঈমান’, ‘মাটির মানুষ’, ‘ইশারা’, ‘বেদ্বীন’,
‘দোস্তী’, ‘রাজার রাজা’, ‘পরদেশী’, ‘যদি জানতেম’, ‘কুদরত’, ‘আখেরী নিশান’, ‘শাহজাদী গুলবাহার’, ‘দিলদার আলী’, ‘নসীব’, ‘বিদ্রোহী’, ‘লালমেম সাহেব’, ‘জিপসী সর্দার’, ‘ইজ্জত’, ‘রাজবাড়ী’, ‘তওবা’, ‘রাজবধূ’, ‘ভাই বন্ধু’, ‘দুই প্রেমিক’, ‘রঙিন রাখাল বন্ধু’, ‘আওয়াজ’, ‘বন্দুক’, ‘বিদায়’, ‘ভেজা চোখ’, ‘কিসমত’, ‘মরণ লড়াই’, ‘রাজার মেয়ে বেদেনী’, ‘ডিসকো বাইদানী’ উল্লেখযোগ্য ।

মঞ্জুর রাহী ছিলেন একজন দুর্দান্ত প্রতিভাবান খলঅভিনেতা।
তিনি বক্সার হিসেবেও সুপরিচিত ছিলেন। অতিঅল্প বয়সে এই তরুণ সম্ভাবনাময় একজন গুণী অভিনেতা, আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছেন । স্মৃতিতে অম্লান, অভিনেতা মঞ্জুর রাহী।

ছবি: ফিরোজ এম হাসান

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন