নাসিম রুমি: একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন হাসপাতালে। নিউমোনিয়া আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন তিনি। মন ভালো করা খবর হলো, অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন আফজাল হোসেনের ঘনিষ্ট বন্ধু প্রখ্যাত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
তিনি বলেন, ‘আফজাল হোসেনের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। আশা করছি আজ বা কালের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন।’
বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন অভিনেতা। সোমবার রাতে অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সোমবার রাতে তার হার্ট অ্যাটাক হয় বলেও জানা গেছে।
অভিনেতার অসুস্থতার খবর জানিয়ে মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমকে তার আরেক বন্ধু মাসুম বাশার বলেছিলেন, ‘আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।’
অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু মাসুম বাশার বলেন, ‘আফজালের অবস্থা খুব একটা ভালো নয়। বর্তমানে সে সিসিইউতে ভর্তি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে তার হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে সিসিইউতে নেয়া হয়।’
এদিকে আজ মঙ্গলবার আফজাল হোসেনের অংশ নেওয়ার কথা ছিল শিহাব শাহীনের একটি ওয়েব সিনেমার শুটিংয়ে। তার অসুস্থতার কারণে শুটিং বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।