English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
- Advertisement -

অবশেষে জানা গেল সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের অভিনেতার নাম

- Advertisements -

নাসিম রুমি: মোহাম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি বা ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ের ঘটনা—গত এক দশকে ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে অনেক হিন্দি সিনেমা হয়েছে। তবে অনেকবার শোনা গেলেও ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক হয়নি।

কিছুদিন আগে সৌরভ নিজেই নিশ্চিত করেছিলেন, তাঁর জীবন নিয়ে সিনেমা হচ্ছে। তখন থেকেই জল্পনা ছিল, এই বাঙালি ক্রিকেটারের চরিত্রে কাকে দেখা যাবে। অবশেষে শেষ হলো সেই অপেক্ষা।

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ‘দাদা’র বায়োপিকের সবকিছুই প্রায় ঠিকঠাক। সৌরভ গাঙ্গুলীর চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। অভিনেতা এর মধ্যেই সৌরভের বায়োপিকে অভিনয়ের জন্য সময় দিয়েছেন। শিগগিরই কলকাতায় শুরু হবে ছবিটির শুটিং।

জানা গেছে, ছবিটির চূড়ান্ত চিত্রনাট্য এখন সৌরভ গাঙ্গুলীর কাছে রয়েছে। তিনি সম্মতি দিলেই শুরু হবে শুটিং। তবে ছবিটিতে কেবল রণবীরই চূড়ান্ত হয়েছেন। অন্য চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন, জানা যায়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন