তারিন জাহান, অপি করিমকে এক ফ্রেমে পাওয়া গেছে বহুবার। দুজনের সঙ্গে অপু বিশ্বাস যোগ হওয়ায় ফ্রেমটাতে চোখ আটকে গেল কিছুক্ষণের জন্য। তিনজনই অভিনয়ের মানুষ। তাদেরকে পাওয়া গেলো ‘অপরাজিতা সম্মাননা ২০২২’-এর মঞ্চে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটিকে সামনে রেখে ১ মার্চ আয়োজিত হলো ‘অপরাজিতা সম্মাননা ২০২২’। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন আট নারী। তাঁদের মধ্যে একজন অভিনেত্রী অপি করিম। পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে নেচেছেন তারিন জাহান ও অপু বিশ্বাস। এক ফাঁকে অপুর সেলফিতে ধরা দিতে ভোলেননি তারিন ও অপি। অনুষ্ঠানে কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে কয়েকটি গানের সঙ্গে নেচেছেন তারিন ও অপু।
অপু বিশ্বাসের আরো একটি সেলফি। অপু, তারিনদের সঙ্গে আছেন আরো দুই সহশিল্পী।
অভিনয়ে অপি করিম ছাড়াও পুরস্কার পাওয়া সাত নারী হলেন রোকেয়া কবির (মুক্তিযুদ্ধ), নাসরিন জাহান (ভাষা-সাহিত্য), কনক চাঁপা চাকমা (শিল্প-সংস্কৃতি), রুবানা হক (উদ্যোক্তা), ডা. তানজিবা রহমান (তথ্য প্রযুক্তি), মিলন চিসিম (তৃণমূলের আলোকিত নারী) ও সালমা খাতুন (খেলা)।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের নেতৃত্বে গঠিত জুরি বোর্ডে ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, সাংবাদিক ও লেখক মুস্তাফিজ শফি ও কবি আলফ্রেড খোকন।
৮ মার্চ এনটিভির পর্দায় দেখা যাবে ‘অপরাজিতা সম্মাননা ২০২২’।