দিন কয়েক আগে অভিনেতা মুকেশ খান্নাকে দেখা গিয়েছিল শত্রুঘ্ন-কন্যা অভিনেত্রী সোনাক্ষী সিনহার বড় হওয়া নিয়ে প্রশ্ন তুলতে। ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে বেশ কিছু বিষয় আলোচনা নজর এড়ায়নি কারও। কেবিসি’র একটি এপিসোডে সোনাক্ষী একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি। ‘শক্তিমান’ চরিত্রের জন্য খ্যাত মুকেশ সেদিন শত্রুঘ্ন সিনহাকে তার মেয়েকে সাংস্কৃতিক বিষয়ে শিক্ষা না দেয়ার জন্য তোপ দেগেছিলেন। এবার মুকেশের সেই অপমানের জবাব দিলেন সোনাক্ষী।
ইন্সটা স্টোরিতে তিনি লিখেছেন, মুকেশ খান্নাজি, আমি সম্প্রতি আপনার একটি কমেন্ট শুনলাম। যেখানে অনেক বছর আগে একটি শোতে গিয়ে আমি রামায়ণ সম্পর্কিত একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় আপনি আমার বাবার দোষ দিয়েছেন। প্রথমত, আমি আপনাকে মনে করিয়ে দেই যে সেখানে আরও দু’জন নারী ছিলেন। কিন্তু আপনি তাদের কথা না বলে, শুধুমাত্র আমার নামটাই বেছে নিয়েছিলেন।
অভিনেত্রী মুকেশ খান্নাকে ঘটনাটির কথা উল্লেখ করে মনে করিয়ে দেন যে তার বাবার দেয়া সঠিক শিক্ষার জন্যই তিনি তার সমালোচনার উত্তর অত্যন্ত সম্মানের সঙ্গে দিয়েছেন। সোনাক্ষী বলেন, পরের বার আপনি আমার বাবার শিক্ষা নিয়ে কিছু বলার আগে মনে রাখবেন যে সেই মূল্যবোধের কারণেই আমি যা বলছি তা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলছি।
প্রসঙ্গত, কেবিসি’র সেই ভাইরাল হওয়া এপিসোডে মুকেশ খান্না বলেছিলেন, তিনি যদি আর কখনো শক্তিমান হওয়ার সুযোগ পান, তবে তিনি শিশুদের ভারতীয় সংস্কৃতি এবং সনাতন ধর্ম সম্পর্কে শিক্ষা দেবেন। একইসঙ্গে অভিনেতা প্রশ্ন তুলেছিলেন, কেন শত্রুঘ্ন সিনহা তার সন্তানদের সঠিক শিক্ষা দেননি।