নাসিম রুমি: নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। বর্তমানে তাকে চলচ্চিত্রে খুব একটা দেখা না গেলেও ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প! অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয়!
এখন সেভাবে সিনেমায় না দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই অভিনেতা। প্রায়শয়ই বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করেন বাপ্পারাজ।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অন্যের ঘর পুড়লে তবলা বাজাও, এখন নিজের ঘর পুড়ছে, কী বাজাবা।’
সেখানে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। একজন লিখেন, বাজানোর সব কিছুই পুড়ে গেছে ভাই। আরেকজন লিখেন, সবগুলারে হলিউড চইলা যাইতে বলেন। ওইখানে পুইড়া শেষ হইয়া যাক।