English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

অনিল-রানীর ‘নায়ক’ সিনেমার সিক্যুয়েল আসছে

- Advertisements -

নাসিম রুমি: এস. শঙ্কর পরিচালিত আলোচিত বলিউড সিনেমা ‘নায়ক: দ্য রিয়েল হিরো’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অনিল কাপুর। ২০০১ সালের ৭ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। এরপর কেটে গেছে প্রায় ২৩ বছর। দীর্ঘ বিরতির পর নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল।

মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ সিনেমার সিক্যুয়েল নির্মিত হতে যাচ্ছে। এ সিনেমার সিক্যুয়েলের স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজক দীপক মুকুট।

সংবাদমাধ্যমটিকে প্রযোজক দীপক মুকুট বলেন, ‘আমরা সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করেছি। চরিত্রগুলোর সঙ্গে গল্প এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি অনেক আগে প্রযোজক এ. এম. রথনামের কাছ থেকে সিনেমাটির স্বত্ব কিনে রেখেছিলাম। এখন আমরা চিত্রনাট্য রচনার কাজ করছি। কেন্দ্রীয় চরিত্রসহ অন্যান্য অভিনয়শিল্পীদের যুক্ত করার কাজও চলছে। চিত্রনাট্যের কাজ শেষ হলে পরবর্তী কাজ শুরু করব। এটি পরিচালনার বিষয়ে একাধিক পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। তবে এখনো কাউকে চূড়ান্ত করিনি।’

নাম ঠিক না হওয়া নতুন সিক্যুয়েলে কে কে অভিনয় করবেন, সে বিষয়ে দীপক মুকুট বলেন, ‘আমরা কয়েকজন অভিনেতার সঙ্গে কথা বলেছি। সিনেমাটির বিষয় বস্তুও জানিয়েছি। কোন চরিত্রের জন্য কোন অভিনেতা উপযুক্ত, তা চূড়ান্ত হওয়ার পর তাদের পরিচয় করিয়ে দেব।’

রাজনৈতিক, অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ সিনেমায় করেছেন— অনিল কাপুর, রানী মুখার্জি, অমরেশ পুরি, পরেশ রাওয়াল, জনি লিভার, পূজা বাত্রা প্রমুখ। সিনেমাটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন