সুবাহ শাহ হুমায়রা: শুধু হালি হালি বিয়ে করা শিখছো আর ফেসবুকে নেতাদের সাথে সেলফি তুলে শো অফ আর ধান্দা করা শিখছো! দেনমোহর শোধ করা শেখো নাই?
আর বউয়ের দায়িত্ব নেওয়া শেখো নাই আফসোস! সমস্যা নাই তোমাকে সময় মত ইনশাআল্লাহ শিক্ষা দিয়ে দিবে- যেন নেক্সট টাইম কাউকে বিয়ে করার আগে দায়িত্ব নিয়ে দেনমোহর পরিশোধ করে হালি হালি বিয়ে করতে পারো।
(ফেসবুক থেকে সংগৃহীত)