প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। নাম ‘মুন্সিগিরি’। এটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। চলতি মাসেই এর শুটিং শুরুর কথা রয়েছে।
পূর্ণিমা বলেন, ‘সারাবিশ্বে এখন ওটিটির কাজের চাহিদা বাড়ছে। বাংলাদেশেও দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। ওটিটি একটা সময়োপযোগী মাধ্যম। সময়ের সঙ্গে তাল মেলাতে আমিও এই মাধ্যমে কাজ করতে যাচ্ছি। তাছাড়া নির্মাতা অমিতাভ রেজার কাজ প্রসঙ্গে নতুন করে কিছু বলার নেই। বরাবরই তার কাজের ধরন অন্যরকম। সব মিলিয়ে আশা করি, দারুণ একটি কাজ হবে।’
এদিকে, নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী। ছবির কাজের সবশেষ খবর জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘ছবির শুটিং প্রায় শেষ। এ বছরই পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। আর করোনা পরিস্থিতি ঠিক হলে চলতি বছরই ছবিটি মুক্তি পাবে বলে জেনেছি।’
পূর্ণিমার উপস্থাপনায় আগামী ৬ মার্চ থেকে দেশ টিভিতে শুরু হচ্ছে সেলিব্রিটি শো ‘পূর্ণিমার আলো’। অনুষ্ঠানটি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সেলিব্রিটি শো, শোবিজের জনপ্রিয় ও গুণী শিল্পীদের নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে আরও কিছু চমক আছে। আমি এখনই সব বলতে চাই না। আর একদিন অপেক্ষা করতে হবে। আগামীকাল একটি সংবাদ সম্মেলন আছে। সেখানে আয়োজকরা অনুষ্ঠানটির নানা বিষয় নিয়ে কথা বলবে।’