১৪ই ফেবব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালেবাসার জন্য একটা যেন আলাদা দিন। চোখে মায়ার কাজল মেখে দুরু দুরু বুকে ভালোবাসা প্রকাশের মধুরতম দিন। শুভ্র সকাল, রূপালী দুপুর আর মায়াবী রাত- পুরো সময়টা কেবলই ভালোবাসার তুলিতে আকা একটা রঙিন ক্যানভাস।
সেই চিরন্তন ভালোবাসার অনুভুতি নিয়ে এটিএন বাংলায় (১৪ই ফেব্রয়ারি) সন্ধ্যা ৬.২০মিনিটে প্রচার করা হবে ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার গল্প’।
অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই সময়ের জনপ্রিয় এক তারকা দম্পতি। এই তারকা দম্পতির একজন নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী নাদিয়া আহমেদ আর একজন অভিনেতা ফারুক সোবহান নাঈম। এই জনপ্রিয় তারকা দম্পতির আলাপচারিতায় উঠে এসেছে তাদের ভালোবাসার বিভিন্ন দিক। শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান।