লোকসংগীতের সমাজ্ঞী মমতাজ একক ও চলচ্চিত্রের গানে নিয়মিত প্লেব্যাক করছেন। এবার দুটি একক গান কণ্ঠে তুললেন এই শিল্পী।
গান দুটির কথা লিখেছেন হাসান মতিউর রহমান। সুর করেছেন নাজির মাহমুদ। গত ২৬ জানুয়ারি রাজধানীর মৌচাকের লং প্লে স্টুডিওতে এসব গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গান দুটির শিরোনাম ‘যেদিন লাশ হবে’ ও ‘আমি কি তোর পর’। এর মধ্যে একটি গান রোমান্টিক ও অন্যটি বিরহ ঘরনার। দুটো গান নিয়েই নির্মিত হবে মিউজিক ভিডিও। ভিডিওতে গায়িকা হয়েই দর্শকের সামনে আসবেন মমতাজ। সাউন্ডটেক ও ধ্রুব মিউজিকের ব্যানারে গান দুটি মুক্তি পাবে।
এদিকে কিছুদিন আগে বসেছিল ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ এর আসর। এতে ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার ‘বাড়ির ওই পূর্বধারে’ গানের জন্য এই পুরস্কার লাভ করেছেন মমতাজ। চলচ্চিত্রটি নির্মাণ করেন মাসুদ পথিক।
সংগীত চর্চার পাশাপাশি রাজনীতিতেও সরব মমতাজ। মানিকগঞ্জ-২ আসনের বর্তমান সাংসদ তিনি। লকডাউনের সময়ে নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে।