দেশীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র মনির খান। আবারও গানে গানে মাতাতে আসছেন তার ভক্তদের। ‘অঞ্জনা’ শিরোনামে গানের মাধ্যমে সাড়া ফেলা এই শিল্পী একই শিরোনামে নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন।
বিষয়টি জানিয়েছেন মনির খান নিজেই। গীতিকার মিল্টন খন্দকারের কথা ও সুরে নতুন এ গানটির সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়।
মনির খান এ বিষয়ে জানিয়েছেন, ২০২১ সালের প্রথম দিন শ্রোতাদের প্রাণের দাবি মেটানোর জন্য ‘অঞ্জনা’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছি। আশা নয় বিশ্বাস করি অতীতের মতো এবারও ‘অঞ্জনা’ শিরোনামের নতুন এ গানটি সবার হৃদয়ে দাগ কাটবে।
মনির খান এ পর্যন্ত অঞ্জনা শিরোনামে ৪৩টি গান প্রকাশ করেছেন। প্রতিটি গানই শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
জানা গেছে, ‘অঞ্জনা’ নামের নতুন গানটি ‘এমকে মিউজিক-২৪’ -এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, সবশেষ চলতি বছরের প্রথম দিন ‘অঞ্জনা’ শিরোনামের নতুন গান প্রকাশ করেছিলেন মনির খান। বর্তমানে ১০০ নতুন গান প্রকাশের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ইতোমধ্যে এ পরিকল্পনার ১৬টি গান চলতি বছর প্রকাশ করা হয়েছে। বাকি গান নতুন বছরে পর্যায়ক্রমে প্রকাশ করবেন তিনি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন