ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিত পেয়েছেন তিনি। এবার দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ‘কি করে বলব তোমায় প্রিয়তমা’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী।
মিষ্টি জান্নাত বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন কাজ করতে পারিনি। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় সিনেমার কাজ শুরু করছি। গতকাল একটি সিনেমায় সাইন করেছি। এছাড়া নতুন আরো একটি সিনেমায় সাইন করব। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এই সিনেমার নাম ঘোষণা করা হবে।’
মান্নান গাজীপুরীর পরিচালনায় এ সিনেমার শুটিং আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে।
শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। তারপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সর্বশেষ গত বছর মুক্তি পায় ভারত-বাংলাদেশ প্রযোজিত চলচ্চিত্র ‘তুই আমার রানি’। এছাড়াও মিষ্টি অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন