নির্মাতা অমিতাভ রেজার নির্দেশনায় নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও নোভা ফিরোজ। গতকাল এর দৃশ্য ধারণের কাজ শেষ হয় বলে জানান নোভা। তিনি বলেন, অনেক দিন পর চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করা হয়েছে। করোনাকালীন এই সময়ে দুজন প্রিয় মানুষের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। তবে এখন কোন পণ্যের কাজ করেছি সেই বিষয়ে বলা নিষেধ আছে।
এটি বলতে পারি দর্শক ভালো একটি কাজ দেখবে। অভিনয়ের বাইরে নোভা নিয়মিত উপস্থাপনাও করছেন। এছাড়াও তিনি আরো দুটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন।
বাংলাভিশনে ‘সৌন্দর্য কথা’ শিরোনামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। এদিকে চঞ্চল চৌধুরী বর্তমানে একাধিক ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দুটি চলচ্চিত্র। ছবি দুটি হলো- গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’ এবং মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’।