English

28 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৬, ২০২৫
- Advertisement -

৭০০ কোটি ছাড়িয়েছে, ২৯তম দিনেও বক্স অফিস কাঁপাচ্ছে ‘পুষ্পা ২’

- Advertisements -

পুষ্পা: দ্য রাইজ-এর সিক্যুয়েল, পুষ্পা ২: দ্য রুল, গত বছরের ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করে চলেছে। দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন এবং জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা অভিনীত এই সিনেমা হিন্দি বাজারে ৭০০ কোটি টাকার বিশাল মাইলফলক অর্জন করেছে।

চতুর্থ সপ্তাহেও দর্শকপ্রিয়তায় শীর্ষে রয়েছে সিনেমাটি। নতুন বছরের শুরুতে, ১ জানুয়ারি, ‘পুষ্পা ২’ ৭০০ কোটির মাইলফলক ছাড়িয়ে যায়। ২৯তম দিনে সিনেমাটি সংগ্রহ করেছে ৩.২৫ কোটি, যার ফলে হিন্দি সংস্করণের মোট আয় দাড়িয়েছে ৭১১ কোটি টাকায়।

সপ্তাহভিত্তিক আয়ের পরিসংখ্যানে দেখা যায় পুষ্পা ২-এর হিন্দি নেট কালেকশনে, প্রথম সপ্তাহে ৩৮৯ কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহে ১৭৮ কোটি টাকা, তৃতীয় সপ্তাহে ৯৪.৭৫ কোটি টাকা, ও চতুর্থ সপ্তাহে ৪৯.২৫ কোটি টাকা। মোট আয় ৭১১ কোটি টাকা।

পুষ্পা ২-এর অসাধারণ পারফরম্যান্সে ক্রিসমাস ও নতুন বছরের ছুটির দিনগুলোর বড় ভূমিকা রয়েছে। সিনেমাটি তার চতুর্থ সপ্তাহেও দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। চলতি ট্রেন্ড অনুযায়ী, পুষ্পা ২ হিন্দি সংস্করণে ৭৫০-৭৭৫ কোটি টাকার মধ্যে আয় করতে পারে। ভারতজুড়ে এর মোট আয় ইতিমধ্যেই ১৩৩০ কোটি টাকা এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ১৬০০ কোটির কাছাকাছি পৌঁছেছে। সুকুমার পরিচালিত এই মাস অ্যাকশন ড্রামা, দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। বক্স অফিসে রাজত্ব বজায় রাখতে প্রস্তুত পুষ্পা ২, এখন দেখার বিষয় এটি আর কতদূর যেতে পারে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন