জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি কিছুদিন আগে ফেসবুকে জানিয়েছিলেন, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ওই পোস্টে জানা যায়, দীঘি নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন। তাঁকে কাস্ট করার পরও বাদ দিয়ে অন্যকে নেওয়া হয়েছে।
এরপর বিষয়টি নিয়ে কথা বলেন নির্মাতা রায়হান রাফি। সে সময় রাফি দীঘির শরীর নিয়ে কথা বলেন। ভক্ত ও নেটিজেনরা বিষয়টিকে বডি শেমিং হিসেবে আখ্যায়িত করেছিলেন। অবশ্য সেসব পুরনো কথা।
অভিনেত্রী দীঘি নতুন মিশনে নেমেছেন, সেটা দুই মাস আগে। এ দুই মাসে ওজন কমিয়েছেন ছয় কেজি। নিজেকে ঝরঝরে করার প্রস্তুতি নিয়ে ভালোমতোই নেমেছেন। আরো দুই কেজি কমাবেন। এরপর নিজের লক্ষ্য পূরণ হবে অভিনেত্রীর।
সোমবার বিকেলে বলেন, ‘নিজেই অনুভব করেছি আমার ওজন কমানো দরকার। গত দুই মাসের ডায়েট চার্টে ছয় কেজি কমিয়েছি। এভাবেই কাজ করছি। আর মাত্র দুই কেজি ওজন কমাব।’
কিছুদিন আগেই সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে পড়েছেন দীঘি―এমনটাই জানিয়ে বলেছিলেন, ‘আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। এটা সবাই জানেন। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত।’