English

21 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

৬২ লাখ টাকায় রাখির নগ্ন ভিডিও বিক্রির অভিযোগ!

- Advertisements -

নাসিম রুমি: ৬২ লাখ টাকায় রাখির নগ্ন ভিডিও বিক্রির অভিযোগ, আত্মহত্যার হুমকি বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক মাস কারাবাসের পর জেল থেকে ছাড়া পেয়েছেন আদিল।

জেল থেকে বের হয়েই রাখিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আদিল। এবার আদিলের বিরুদ্ধে রাখির অভিযোগ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রাখির নগ্ন ভিডিও বিক্রি করেছেন আদিল।

পিংকভিলা-কে দেওয়া সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত বলেন, ‘আমি বাথরুমে ছিলাম, তখন আদিল ভিডিও ধারণ করে। এরকম অনেক ভিডিও রয়েছে, যেখানে আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা যায়। আমি ওই সময়ে চুপ ছিলাম। কারণ আমি তার স্ত্রী ছিলাম। এমনকী ওই বাড়িতে আমাকে ধর্ষণ করেছে আদিল। আমার নগ্ন ভিডিও দুবাইয়ে ৪৭ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬২ লাখ টাকার বেশি) বিক্রি করেছে আদিল।’

আত্মহত্যার হুমকি দিয়ে রাখি সাওয়ান্ত বলেন, ‘আমার এসব ভিডিও যদি ভাইরাল হয়, তবে আমি কি করব? আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। গোটা পৃথিবী আমার নগ্ন ভিডিও দেখবে। আমাকে বলুন আমি এখন কোথায় যাব? এই পৃথিবীকে আমার মুখ কিভাবে দেখাব? আমি সাধারণ কোনো মেয়ে না; আমি ভারতের একজন তারকা, একটি ব্র্যান্ড!’

এর আগে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে রাখি সাওয়ান্ত বলেছিলেন— ‘আমার নগ্ন ভিডিও শুট করেছে আদিল। আর সেসব ভিডিও বিক্রি করেছে। এ নিয়ে আমি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছি।’

গত বছর আদিল ডুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি; নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখির দায়ের করা মামলায়ই জেলে ছিলেন আদিল। জেল থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

এর আগে এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, গত ৬ ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় স্বামী আদিলের বিরুদ্ধে ৪০৬, ৪২০ আইপিসি ধারায় মামলা দায়ের করেন রাখি সাওয়ান্ত। তারপর পুলিশ আদিলের বিরুদ্ধে আইপিসি ধারা ৪৯৮ (এ), ৩৭৭ যুক্ত করে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন