চলচ্চিত্রে মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজলের ‘এ দেশ তোমার আমার’ সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৫ নভেম্বর সিনেমাটি দেশব্যাপী মুক্তি পাবে। অনেক দিন পর তার সিনেমা মুক্তি পাচ্ছে। গত ঈদুল ফিতরে করোনার মধ্যে তার সৌভাগ্য সিনেমাটি মুক্তি পেয়েছিল। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, সীমিত লকডাউনের মধ্যেও সিনেমাটি যে কয়টি হলে মুক্তি পেয়েছিল, তাতে দর্শকের ব্যাপক উপস্থিতি ছিল। কেউ ধারণা করতে পারেনি, সিনেমাটি করোনার মধ্যেও সাড়া ফেলবে।
আরও অবাক করা বিষয় হলো, যেখানে সে সময় কেউ সিনেমা মুক্তি দেয়ার সাহস পায়নি, সেখানে ডিপজল ঝুঁকি নিয়ে সিনেমাটি মুক্তি দিয়েছিলেন। সিনেমাটির শুধু পুঁজিই উঠেনি ব্যবসাও করেছে। এর কারণ কি? এ প্রশ্নের উত্তরে বলা যায়, ডিপজলের সিনেমার প্রতি দর্শকের সবসময়ের আকর্ষণ রয়েছে। কারণ হচ্ছে, তিনি দর্শক একটি সিনেমা থেকে কি চায় এবং কি ধরনের গল্প পছন্দ করেন, তা তিনি ভাল বুঝতে পারেন। তাদের মন মতো সিনেমা নির্মাণ করতে পারেন। তার সিনেমার মূল বৈশিষ্ট্য হচ্ছে, পারিবারিক ও সামাজিক নানা টানাপড়েনের বিষয়বস্তু। এর সাথে গল্পের গতি। একটানে দর্শককে গল্পের শেষ পরিণতি পর্যন্ত নিয়ে যায়। পাশাপাশি ডিপজলের অভিনয়। ক্যারিয়ারের শুরু থেকেই ডিপজলের অভিনয়ের প্রতি দর্শকের একটি আলাদা টান ও ভাললাগা রয়েছে।
তিনি যখন যে চরিত্রে অভিনয় করেছেন দর্শক সেই চরিত্রে তাকে গ্রহণ করেছে। ফলে তার অভিনয় দেখার জন্যও দর্শক সিনেমা হলে যায়। ডিপজল ‘এ দেশ তোমার আমার’ সিনেমাটি প্রায় এক দশক আগে নির্মাণ শুরু করেছিলেন। এফ আই মানিক পরিচালিত সিনেমাটিতে রাজনীতি, সমাজনীতির নানা অনিয়মের বিষয় তুলে ধরে একটি দেশপ্রেমের গল্প এতে উঠে এসেছে। নানা কারণে সিনেমাটি শেষ করতে দেরি হয়। তবে সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে এখন এটি মুক্তি দিচ্ছেন। সৌভাগ্য সিনেমাটিও নির্মাণের অনেক দেরিতে মুক্তি দিয়েছিলেন। তবে সিনেমার গল্প যদি দর্শকের মনমতো হয়, তবে তা যেকোনো কালে, যেকোনো পরিস্থিতিতেও তারা তা দেখেন।
‘এ দেশ তোমার আমার’-এর গল্পই এমন যে, তা সব সময়ের সব দর্শকের দেখার একটি সিনেমা। ডিপজল বলেন, এ সিনেমাটি নিয়ে আমার একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি কাজ করেছে। দেশের প্রতি আমাদের প্রত্যেকের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তা সিনেমার আঙ্গিকে তা তুলে ধরতে চেষ্টা করেছি। সিনেমা শুধু বিনোদনই নয়, এর দায়িত্বও রয়েছে। আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে একটি উপভোগ্য গল্পের মাধ্যমে সিনেমাটিতে দেশপ্রেমের কথা বলতে চেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, আমার সিনেমার প্রতি দর্শকের যেমন আগ্রহ রয়েছে, তেমনি এ সিনেমাটিও তাদের নিরাশ করবে না।
তারা একটি ভাল সিনেমা দেখতে পাবেন। সিনেমাটিতে ডিপজল ছাড়াও অভিনয় করেছেন, মৌসুমী, রোমানা, আন্নাসহ আরও অনেক তারকা। এদিকে, ডিপজল এ মাসের শেষের দিকে ভারত বা দুবাই যাবেন, তার শারিরীক চেকআপের জন্য। সেখান থেকে ফিরে সিনেমাটির মুক্তির প্রস্তুতি নেবেন।