English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

৫১ বছরেও ‘সেন্সর’ থেকে আমরা মুক্তি পাইনি: কাজী হায়াৎ

- Advertisements -

নাসিম রুমি: ব্যক্তি কাজী হায়াৎ স্বাধীনতা পেয়েছে কিন্তু চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ অদ্যাবদি স্বাধীনতা পাইনি বলে মন্তব্য করেছেন বরেণ্য নির্মাতা ও পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এফডিসির শহীদ মিনার চত্বরে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৫১ বছরেও সেন্সর থেকে আমরা মুক্তি পায়নি। আমরা স্বাধীন হয়েছি, আমাদের ভাষা আন্তর্জাতিক ভাষার মর্যাদা পেয়েছে। আমাদের ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে কিন্তু আমরা সেন্সর থেকে মুক্তি পাইনি।

চলচ্চিত্র ‘সেন্সরবোর্ড’-এর নাম বাংলায় রাখার জোর দাবি জানিয়ে তিনি বলেন, একান্ন বছরেও আমাদের চলচ্চিত্র সনদপত্র (সেন্সরবোর্ড) বিভাগকে আজও বাংলা করা হয়নি। সেটা ইংরেজি সেন্সর বোর্ডই রয়ে গেছে। তাই ব্যক্তি কাজী হায়াৎ স্বাধীনতা পেলেও চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ অদ্যবদি মুক্তি পায়নি।

পরিচালক সমিতির এই নেতা বলেন, ‘সেন্সরবোর্ডের নীতিমালা যা আছে তাই থাকুন। কেবল ‘সেন্সর’ ছাড়পত্রের জায়গায় ‘সনদপত্র’ করে দেওয়া হোক। অর্থাৎ ইংরেজির জায়গায় বাংলা করে দেওয়া হোক।

তিনি বলেন, এর আগে মিছিল সহকারে উর্দ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দিয়েছিলাম কিন্তু আজও সেটা কার্যকর হয়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন