English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

৫০১ টাকা কাবিনে মৌসুমীর বিয়ে

- Advertisements -

জন্মদিনে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। নিজের জন্মদিনে (১৭ জুন) বিয়েবন্ধনে আবদ্ধ হলেন এই গায়িকা। তবে বিয়ে হয়েছে জুম মিটিংয়ের মাধ্যেম। কারণ, বর যুক্তরাষ্ট্রপ্রবাসী তসলিম মজুমদার।

যিনি কর্মরত আছেন বিখ্যাত জন এফ কেনেডি বিমানবন্দরে।
বর নিউ ইয়র্ক আর কনে ঢাকায় ল্যাপটপে জুম অ্যাপে যুক্ত হয়ে কবুল করে নেন একে অপরকে। দুই দেশেই তখন বর-কনের পাশে ছিলেন নিকট স্বজনরা। আর বিয়ের কাবিন ধার্য হয়েছে মাত্র ৫০১ টাকা।
গায়িকা জানান, ঢাকা টু নিউ ইয়র্ক জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হন তারা। এরপর পরিবারের সদস্যদের উপস্থিতিতেই কবুল বলেন। এই বিয়ের আরো একটি বিশেষ দিক হলো, কাবিন ধার্য করা হয়েছে মাত্র ৫০১ টাকা!

জুমে বিয়ে প্রসঙ্গে গায়িকার ভাষ্য, ‘প্ল্যান করি অনলাইনে বিয়ে করার। তাতে দুই পরিবার থেকেও সাড়া পাই। তাই শুভ কাজটি সারতে আর দেরি করিনি। মাস কয়েক পর তসলিম দেশে আসছে। তখন একসঙ্গে বড় আয়োজন করার পরিকল্পনা আছে। ’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন