English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

৪৬-এ পা দিলেন জিৎ

- Advertisements -

নাসিম রুমি: বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম সফল নায়ক জিৎ। নিজের নামের আগে ‘সুপারস্টার’ বসান ফিল্মের ক্রেডিটে, সেই নিয়ে নিন্দকদের নাক সিঁটকানিকে পাত্তা দিতে না-রাজ জিৎ। কালীঘাটের অবাঙালি পরিবারে বড় হওয়া জিতু মদনানী থেকে সুপারস্টার জিৎ হওয়ার সফরটা কোনও ফিল্মি চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর নয়। বৃহস্পতিবার ৪৫ পূর্ণ করে ৪৬-এ পা দিলেন জিৎ।

জিৎ-এর জন্মদিনের ঠিক আগেই মুক্তি পেয়েছিল ‘মানুষ’। যদিও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে ব্যর্থ ‘সুপারস্টার’ জিৎ-এর এই ছবি। চেঙ্গিজের সাফল্যকেও ছুঁতে পারেনি মানুষ। যদিও ছবির ব্যবসা নিয়ে স্পিকটি নট নায়ক। কিন্তু এদিন জিতের বাড়ির সামনে উপচে পড়ল ভক্তদের ভিড়। প্রতি বছর ৩০শে নভেম্বর জিৎ ভক্তদের ডেস্টিনেশন এটা। প্রিয় নায়কের জন্মদিনে কেক, বেলুন, পোস্টার হাতে পৌঁছেছিল ভক্তরা। তাঁকে এক ঝলক দেখার অপেক্ষা। নিরাশ করলেন না জিৎ।

ব্যালকনিতে এসে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন নায়ক। পরনে ছাই রঙা হুডি আর ডেনিমের হাফ জ্যাকেট। সঙ্গে জিনস। মাইক হাতে অভিনেতা বললেন, ‘আপনারা প্রতি বছর এই দিনটায় এখানে আসেন। সেটা খুব স্পেশ্যাল, অনেক স্মৃতি রয়েছে। এই মুহূর্তগুলো ভবিষ্যতেও উদযাপন করব’। এদিন জিতের পাশে দেখা মিলল তাঁর মেয়ে নবন্যার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন