নাসিম রুমি: ওপার বাংলায় আজ চলছে সপ্তম দফা লোকসভা নির্বাচন। এ দিন কলকাতা এবং সংলগ্ন এলাকায় সকাল থেকেই বুথে বুথে ভিড়। আমজনতার সঙ্গে তারকা প্রার্থী এবং বিনোদন দুনিয়ার ব্যক্তিত্বদের মুখে এদিন এক পঙ্ক্তি ‘সকাল সকাল ভোট দিন’।
সেই তালিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, নুসরাত জাহান, কোয়েল মল্লিক, সায়নী ঘোষ, সস্ত্রীক রাজ চক্রবর্তী এবং আরও অনেকেই।
রোদ, ভিড় দুইই এড়াতে সকাল সকাল ভোটের লাইনে ‘মহাগুরু’। এদিন সকাল সাতটায় বেলগাছিয়ার ২২ নম্বর ওয়ার্ডে পৌঁছে যান তিনি। ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দেন মিঠুন। তবে নির্বাচন নিয়ে কোনও কথা বলেননি।
সংবাদমাধ্যম তার বক্তব্য জানতে চাইলে সাফ জানান, দল ৩০ জুন পর্যন্ত যা দায়িত্ব দিয়েছিল তিনি তা নিখুঁতভাবে পালন করেছেন। এবার তিনি আগের মতো ছবিতে কাজ করবেন।