English

31 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
- Advertisement -

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

- Advertisements -

দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় শোবিজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। পর্দার জগতে বহু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার বাস্তব জগতে তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। সেই ভাবনা থেকেই গঠন করেছেন রাজনৈতিক দলও।

শুক্রবার (৭ মার্চ) চেন্নাইয়ে বিজয়ের সেই দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। এই আয়োজনে পুরোপুরি ইসলামী পোশাকে হাজির হন অভিনেতা। সাদা পোশাকের সঙ্গে পরেন টুপিও। অনুষ্ঠানে মোনাজাতেও অংশ নিতে দেখা যায় তাকে।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (TVK)-এর উদ্যোগে এদিন এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়।  বিজয় এদিন রোজা রেখেছিলেন। তিনি ইফতার ও নামাজেও অংশ নেন।

এ আয়োজনে প্রায় ৩,০০০-এর মতো লোককে ইফতার করানো হয়। এছাড়া ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ্য, দক্ষিণী সিনেমার এ সুপারাস্টার চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠন করেন। তিনি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন। ধারণা করা হচ্ছে, কোনো জোটের সঙ্গে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে থালাপতি বিজয়ের দল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন