নাসিমরুমি: প্রতি বছরই শাহরুখ খানের জন্মদিন মানেই বলিউডে বিরাজ করে উৎসবের আমেজ। শাহরুখ ভক্তরাও নানাভাবে শুভেচ্ছা জানান প্রিয় তারকাকে। ‘বলিউড কিং’ শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বর। এবারও রয়েছে ভিন্ন আয়োজন।
বিশেষ আয়োজনকে ঘিরে নবরূপে সাজছে মুম্বাই শহরের শাহরুখের বাড়ি ‘মান্নাত’। নিজের বাংলো বাড়িতেই জন্মদিন উদযাপন করবেন শাহরুখ। তবে নানা ধকল পেড়িয়ে শাহরুখ খান এবার বোধয় একটু বেশিই বেগ পেতে হবে কারণ ভক্তের ভালোবাসায়।
করোনা মহামারি ও নিজের সন্তানের জামিনসহ নানা ধরণের ঝামেলা পেরিয়ে এবার হতে যাচ্ছে শাহরুখ খানের বড় জন্মদিন আর তা টের পাওয়া গেল সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হবার কারণে। ভিডিওতে দেখা যায় ইতোমধ্যেই যারা শাহরুখ খানকে প্রকৃত অর্থেই ভালোবাসেন, সেই ভক্তরা ৩ দিন আগেই মান্নাতের সামনে ভিড় করতে শুরু করেছেন।
আর তা টের পাওয়া গেল সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হবার কারণে। ভিডিওতে দেখা যায় ইতোমধ্যেই যারা শাহরুখ খানকে প্রকৃত অর্থেই ভালোবাসেন, সেই ভক্তরা ৩ দিন আগেই মান্নাতের সামনে ভিড় করতে শুরু করেছেন।