English

17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
- Advertisement -

৩০ জানুয়ারি ট্রাব আজীবন সম্মাননায় ভূষিত হবেন মেগাস্টার উজ্জ্বল

- Advertisements -

সালাম মাহমুদ: দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র নায়ক, প্রযোজক, পরিচালক মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল আগামী ৩০ জানুয়ারি ২০২৫ বিকাল ৪টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) কর্তৃক নতুনধরা গ্রুপ-ট্রাব আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। ট্রাব বিজনেস, কালচারাল এন্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২৪ এর সম্মানিত জুরিবোর্ড জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদানের জন্য সর্বসম্মতিক্রমে মনোনীত করেছেন।

মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক। সুভাষ দত্ত পরিচালিত বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গণে প্রবেশ করেন। তিনি শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ইয়ে করে বিয়ে, নালিশ, নসিব, উসিলা, নিজেকে হারিয়ে খুঁজি। তার পরিচালিত চলচ্চিত্রসমূহ হল শক্তি পরীক্ষা, তীব্র প্রতিবাদ ও পাপের শাস্তি।

উজ্জ্বল ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত নিয়মিত নাটক করতেন ঢাকা টেলিভিশনে। নাটকের অভিনয় দেখে প্রযোজকেরা তাকে চলচ্চিত্রে নেওয়ার আগ্রহ দেখায়। এরপর ১৯৭০ সালে সুভাষ দত্ত পরিচালিত বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণে প্রবেশ করেন। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা কবরী। এরপর ১৯৭২ সালে তিনি ইউসুফ জহির পরিচালিত হাস্যরসাত্মক-নাট্যধর্মী ইয়ে করে বিয়ে ছবিতে বুলবুল আহমেদ ও ববিতার সাথে অভিনয় করেন। একই বছর সুভাষ দত্ত পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক অরুণোদয়ের অগ্নিসাক্ষী চলচ্চিত্রে অভিনয় করেন।

আশির দশকের শেষের দিকে মমতাজ আলী পরিচালিত নসিব চলচ্চিত্রে তিনি খলচরিত্রে অভিনয় করেন। ছবিটিতে তার অভিনয় সমাদৃত হয়। উজ্জ্বল এক সময় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন। উজ্জ্বল ফিল্মস লিমিটেড নামে তার একটি প্রযোজনা সংস্থা রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন