বলিউডের আইকনিক সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা ‘কুছ কুছ হোতা হ্যায়’। যে সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেন বলিউড কিং শাহরুখ খান ও লাস্যময়ী কাজল। যে সিনেমাটি দর্শক হৃদয়ে আজও অমলিন।
সেই সিনেমারই একটি স্থিরচিত্র নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন অভিনেত্রী কাজল।
শুক্রবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে ‘অঞ্জলি’ চরিত্রের একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেন অভিনেত্রী। যে ছবিতে তাকে সিনেমাটির বিখ্যাত বিয়ের দৃশ্যের কনে-সজ্জায় দেখা যাচ্ছে। যা ছিল তার চরিত্র অঞ্জলির বাগদানের দৃশ্য (সালমান খানের চরিত্র আমানের সঙ্গে)।
শেয়ার করা ছবিটির ক্যাপশনে কাজল লিখেছেন, ‘এখনো কি বিয়ের সিজন চলছে? আমি তো অনস্ক্রিন বেশ কয়েকবার বিয়ে করেছি এবং অনেকবার ছেড়েও দিয়েছি! কোনটা বেশি করেছি বলে মনে হয়?’
তার ওই পোস্টে হার্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ডিজাইনার মনীষ মালহোত্রা।
অন্য একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘অনুগ্রহ করে শাহরুখ খানের সঙ্গে আবার একটি সিনেমা করুন’।
আরেকজন লিখেছেন, ‘আপনি এখনো আমার ক্রাশ, কাজল ম্যাম’।
তৃতীয়জনের মন্তব্য ছিল, ‘হ্যাঁ, ঠিক… আপনি বারবার একই লোকের সঙ্গেই বিয়ে করেছেন’।
কাজলের আরেক ভক্ত লিখেছেন, ‘আমি তো কুছ কুছ হোতা হ্যায় পার্ট-২ চাই’।
সম্প্রতি অভিনেত্রী কাজলকে তার মেয়ে নাইসার সঙ্গে সুন্দর সময় কাটাতে দেখা গেছে। ইনস্টাগ্রামে তিনি তারই একটি ছবি পোস্ট করেছেন, যেখানে মা-মেয়েকে একসঙ্গে একটি রেস্টুরেন্টে বসে খাবারের জন্য প্রস্তুত থাকতে দেখা গেছে।
ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘দুই মটরশুটি একটি বাক্সে বা দুই চপস্টিক একটি বাক্সে #unbreakablebond #partnerincrime’
এদিকে কাজলকে সর্বশেষ দেখা গেছে ‘দো পাত্তি’ সিনেমায়। যেখানে তিনি কৃতি স্যানন এবং শাহির শেখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তার পরবর্তী সিনেমা ‘সরেজমিন’, যার পরিচালক কায়োজে ইরানি।
সিনেমাটিতে কাজল ছাড়াও সাইফপুত্র ইব্রাহিম আলি খান, পৃথ্বীরাজ সুকুমারন, টোটা রায় চৌধুরী এবং রাজেশ শর্মা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। এই সিনেমার মাধ্যমেই সাইফ আলি খানের পুত্র ইব্রাহিমের বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে।
এছাড়াও অজয় দেবগনপত্নীর আসন্ন আরেকটি প্রজেক্ট হলো চরণ তেজ উপ্পালাপতি পরিচালিত ‘মহারাণি- কুইন অফ কুইন্স’।