English

25 C
Dhaka
শুক্রবার, মার্চ ২১, ২০২৫
- Advertisement -

২৭ নাটক নিয়ে বৈশাখী টিভির ঈদ আয়োজন

- Advertisements -

নাসিম রুমি: ঈদুল ফিতর উপলক্ষে নানা আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। এ আয়োজনে থাকছে মোট ২৭ নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, কমেডি শো প্রভৃতি।

২৭টি নাটকের মধ্যে ১৫টি একক, ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে এবং ৯টা ৫৫ মিনিটে। এর বাইরে চাঁদ রাতে ১০টায় প্রচার হবে নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহীনে বিজয়’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন— বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার।

বাকি ১৪টি একক নাটকের মধ্যে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি অভিনীত ‘টোনাটুনির সংসার’, খায়রুল বাসার, সাফা কবির অভিনীত ‘প্রেম অথবা মায়া’, তৌসিফ, কেয়া পায়েল অভিনীত ‘কামিনা আমিনা’, খায়রুল বাসার, তানজিন তিশা অভিনীত ‘মন খারাপের ঘর’, মোশাররফ করিম, রোবেনা জুঁই অভিনীত ‘প্যারা আজমল’, রাশেদ সীমান্ত, অলংকার চৌধুরী, সঞ্চিতা দত্ত অভিনীত ‘প্রেমের ফুল ফোটেনা’, নিলয়, হিমি অভিনীত ‘অকর্মা’, জোভান, কেয়া পায়েল অভিনীত ‘ডাকাতিয়া প্রেম’, জোভান, তানজিন তিশা অভিনীত ‘স্বপ্নের শেষ ঠিকানা’, মোশাররফ করিম, প্রভা অভিনীত ‘সেইম সেইম’, আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘কোন একদিন’, রাশেদ সীমান্ত, ফারজানা আহসান মিহি অভিনীত ‘আফ্রিকান পরিবার’, শ্যামল মাওলা, মাইমুনা মম অভিনীত ‘অভাবের সংসার’ এবং জাহের আলভী, মায়শা প্রাপ্তি অভিনীত ‘আমার কোনো গার্লফ্রেন্ড নাই’।

ঈদের ৫টি ৭ পর্বের ধারাবাহিক হলো— আল হাজেন পরিচালিত রাশেদ সীমান্ত-অহনা রহমান অভিনীত ‘লন্ডনী জামাই’, ফরিদুল হাসান পরিচালিত জাহের আলভী-ফারজানা আহসান মিহি অভিনীত ‘মানি লোকের মান’, হাসান জাহাঙ্গীর পরিচালিত কাজী হায়াৎ, ওমর সানী, ডন, হাসান জাহাঙ্গীর অভিনীত ‘ব্ল্যাকমানি’, মাহমুদ হাসান রানা পরিচালিত মীর সাব্বীর, শমী, আ খ ম হাসান, মিহি অভিনীত ‘শাশুড়ির বিয়ে’ এবং রুহুল আমিন শিশির পরিচালিত শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি, আইনুন পুতুল অভিনীত ‘ট্রাক ড্রাইভার’।

ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে ৭টি মেগা নাটক। এগুলো হলো— শিপন মিত্র, আঁচল আখি, মানসী প্রকৃতি অভিনীত ‘কুবের মাঝি’। ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম অভিনীত ‘সাহেব বিবি গোলাম’। আরফান আহমেদ-মৌটুসী বিশ্বাস অভিনীত ‘আমি মানুষ’। সজল-নাদিয়া মিম অভিনীত ‘হৃদয়ে তুমি’। মাসুদ রানা মিঠু-ফারজানা আহসান মিহি অভিনীত ‘পাঁচ টন’। চিত্রনায়িকা পপি-হাসান জাহাঙ্গীর অভিনীত ‘নায়িকার বিয়ে-২’। আমিরুল হক চৌধুরী, শশী, আ খ ম হাসান, বীথি রানী সরকার অভিনীত ‘ভাগ্যবিবি’।

ঈদ আয়োজন নিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, “বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্য দর্শকদের বিনোদন দেওয়া। আর বিনোদনপ্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা।”

উচ্ছ্বাস প্রকাশ করে টিপু আলম মিলন বলেন, “বিগত বছরের তুলনায় এবারের ঈদে আমরা অনেক বেশি আনন্দিত। কারণ দীর্ঘ ১২ বছরেরও অধিক সময় কারাগারে বন্দি থাকার পর আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক, বহুমুখী প্রতিভার অধিকারী মোহাম্মদ রফিকুল আমিন মুক্তি পেয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বৈশাখী টেলিভিশন নতুন করে এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।”

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন