অভিনেত্রী রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ মুক্তি পেয়েছে আজ। দেশের ২২টি সিনেমা হলে এটি মুক্তি দেওয়া হয়েছে।
‘ফিরে দেখা’ ২০১৯-২০ অর্থবছরে অনুদান পেয়েছিল। মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে এ সিনেমার কাহিনি। চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে ছবির গল্প।
সিনেমা মুক্তি নিয়ে রোজিনা বলেন, ‘ফিরে দেখা’ মুক্তিযুদ্ধের সিনেমা। আমার স্বপ্নের সিনেমা। আমার অনেক ভালোবাসার একটি সিনেমা।
অনেক কষ্ট করে ছবিটি নির্মাণ করেছি। এখানে যারাই কাজ করেছেন তারা নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছেন।
এর আগে রোজিনা ‘জীবন ধারা’ ও ‘দোলনা’ নামে দুটি সিনেমা প্রযোজনা করেছিলেন। প্রথম সিনেমা মুক্তির আগেই দ্বিতীয় সিনেমা পরিচালনা নিয়েও ভাবছেন বলে জানিয়েছেন এ চিত্রনায়িকা। তবে আপাতত কিছুদিন ‘ফিরে দেখা’ নিয়েই থাকতে চান রোজিনা।
যেসব সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ফিরে দেখা’
১. স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি শপিং মল
২. ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক
৩. লায়ন সিনেমাস – জিঞ্জিরা, ঢাকা
৪. মধুমিতা সিনেমা – ঢাকা
৫. শ্যামলী সিনেমা – ঢাকা
৬. চিত্রামহল সিনেমা – ঢাকা
৭. সেনা সিনেমা – ঢাকা ক্যান্ট
৮. গীত সিনেমা – ঢাকা
৯. নিউ মেট্রো সিনেমা – নারায়ণগঞ্জ
১০. চাঁদমহল সিনেমা – কাঁচপুর
১১. সেনা অডিটরিয়াম – সাভার
১২. বর্ষা সিনেমা – জয়দেবপুর
১৩. মধুবন সিনেমা – বগুড়া
১৪. মডার্ন সিনেমা – দিনাজপুর
১৫. সিলভার স্ক্রিন – চট্টগ্রাম
১৬. গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার – সিলেট
১৭. সিনেমা প্যালেস – চট্টগ্রাম
১৮. সঙ্গীতা সিনেমা – খুলনা
১৯. মম-ইন – বগুড়া
২০. রুটস সিনেক্লাব – সিরাজগঞ্জ
২১. সাধনা সিনেমা – রাজবাড়ী
২২. রাজিয়া সিনেমা – নাগরপুর