নাসিম রুমি: গত বছরের শেষটা বক্স অফিসের জন্য হতাশাজনক হলেও, ২০২৫ সাল নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। তাদের মতে, হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ হতে পারে ২০২৫ সালের সবচেয়ে বড় হিট। একইসঙ্গে সালমান খানের সিকান্দার সিনেমাটিও প্রত্যাশা জাগিয়েছে। ‘ওয়ার ২’ পরিচালনা করছেন আয়ান। সিনেমাতে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর পাশাপাশি কিয়ারা আদভানিকেও দেখা যাবে।
যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা স্পাই ইউনিভারস-এর অন্তর্ভুক্ত, যেখানে ‘পাঠান’এবং ‘টাইগার’ সিনেমাগুলোও রয়েছে। হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’, সেই বছরের সবচেয়ে বড় হিট ছিল। বিশেষজ্ঞ তারান আদর্শ বলেন, ‘দুই অসাধারণ অভিনেতা একসঙ্গে আসছেন, এটি দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ অন্যদিকে, বাণিজ্য বিশ্লেষক অতুল মোহন জানান ‘ওয়ার ২’, ‘ছাভা’ এবং ‘সিকান্দার’ ছবিগুলো নিয়ে দর্শকদের আগ্রহ অনেক বেশি। সালমান খানের সিকান্দার সিনেমার টিজার ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পেয়েছে।
এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিতে সালমান খানের সঙ্গে রাশমিকা মান্দানা অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ছবি পরিবেশক এবং প্রদর্শক রাজ বানসাল বলেন, ‘‘সিকান্দার সিনেমার টিজারটি ভালো হলেও এটি এমন নয় যে বিশাল আলোড়ন সৃষ্টি করবে। ‘ওয়ার ২’ হবে ২০২৫ সালের সবচেয়ে বড় হিট।