English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

২০১৫ সালেই গোপনে বিয়ে করেছিলেন রণবীর-দীপিকা

- Advertisements -

নাসিম রুমি: রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে ২০১৮ সালে। সেই কথা সবারই জানা। ইতালির লেক কোমোয় সেই রাজকীয়-স্বপ্নীল বিয়ে দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা।

তবে, ২০১৮ নয়, তাদের নাকি বিয়ে হয়েছিল ২০১৫ সালে! সদ্য ‘কফি উইথ করণ’র প্রোমো সামনে আসতেই তোলপাড়… দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের নাকি বিয়ে হয়ে গিয়েছিল ২০১৫ সালেই! আর সেই কথা বলছেন খোদ রণবীর!

কফি উইথ করণ কার্যত বলিউডের অজানা গল্পের ঝুলি। যে সমস্ত তারকারা এই টক শো-তে আসেন, তাদের অনেক অজানা গল্পের বাক্স খোলেন করণ জোহর।

প্রকাশ্যে এসেছে কফি উইথ করণের নতুন এপিসোডের প্রোমো। আর সেখানেই হাজির হবেন দীপিকা আর রণবীর।

যাদের দাম্পত্য অনেকটাই খোলামেলা ও সুখী, তাঁদের জীবনেও যে কত অজানা গল্প রয়েছেন, তা জানা যাবে নতুন এই এপিসোডে।

প্রোমোতে বলতে শোনা যাচ্ছে, রণবীর বলছেন, আমরা ২০১৫ সালে গোপনে বিয়ে সেরে নিয়েছিলাম। কেউ যাতে ওর জীবনে আর না আসে, সেটাই সম্পূর্ণ নিশ্চিত করতে চেয়েছিলাম আমি।’ ব্যাস.. এই কথাটুকুতেই তোলপাড়। বলিউডের জনপ্রিয় জুটির এই কথা, ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন