ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরপর দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক। এরই মধ্যে সংগঠক হিসেবে তিনি বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। এ ছাড়া অভিনয়ের পাশপাশি তাকে বিভিন্ন দাতব্য ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়।
এরই অংশ হিসেবে সোমবার (২৬ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) গেটের সামনে ২০০ রোজাদারের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করেন চিত্রনায়ক জায়েদ খান।
নিজ উদ্যোগে বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে ইফতারের আয়োজন করেন তিনি। এ ছাড়া এফডিসির মসজিদে মাসব্যাপী ইফতারের আয়োজন করেছেন তিনি।
জায়েদ খান বলেন, প্রত্যেকের যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। গরিব মানুষদের ইফতার করানো এবং করোনাভাইরাস পরিস্থিতিতে তাদের সচেতনতায় কাজ করা উচিত। আমি চেষ্টা করছি কিছু করার।