English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

১৬ বছর ধরে বিগ বসের সঞ্চালক সালমান, এবার আসছে বদল

- Advertisements -

‘বিগ বস’-এর ঘরে চলতি সপ্তাহে এক ধাক্কায় বেরিয়েছে ৩ প্রতিযোগী। আব্দু রোজিক, সাজিদ খান ও সৃজিতা দে। একসঙ্গে ৩ প্রতিযোগীর শো ছাড়ায় মন খারাপ ‘বিগ বস’ অনুরাগীদের।

তবে এর মাঝেই এল নতুন খবর। এবার বদলে যাচ্ছে শো-এর সঞ্চালক। দীর্ঘ ১৬ বছর ধরে টানা এই শো-এর সঞ্চালকের দায়িত্বে দেখা গেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে। কিন্তু আর বেশি দিন নয়। সালমানের জায়গা নিতে চলেছেন প্রযোজক করন জোহর। অবশ্য এই প্রথম নয়, গত বছর ‘বিগ বস ১৫’-র প্রথম সিজন গোটাটাই সঞ্চালনা করেছিলেন করন জোহর। তবে এবার পুরোপুরি সঞ্চালনার দায়িত্বই নাকি আসতে চলেছে করনের কাঁধে।

তবে শো থেকে পুরোপুরি বিদায় নয়। মাঝেমধ্যেই সপ্তাহান্তে ‘উইকএন্ড কা ভার এপিসোড’ দেখা যাবে। এছাড়াও বিগ বসের ফাইনালের দিন গোটাটা সঞ্চালনার দায়িত্ব থাকবে সালমানের হাতে। তবে প্রতিযোগীদের দিশা দেখাতে মাঝেমধ্যেই ফিরবেন ভাইজান। এই খবর ছড়িয়ে পড়ার পর মন খারাপ বিগ বসের দশর্কদের। দর্শকের একটা বড় অংশের চাহিদা সালমানই থাকুন শো-এর সঞ্চালকের ভূমিকায়। এতজন প্রতিযোগীকে সপ্তাহের পর সপ্তাহ ধরে কীভাবে সামলান করন জোহর এখন সেটাই দেখার!

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন