কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সন্দিপ্তা সেন। ইতোমধ্যেই অভিনয়ের ক্যারিয়ারে পাড়ি দিয়েছেন ১৪ বছর। অভিনয় দক্ষতা দিয়ে অর্জন করেছেন দর্শকদের ভালোবাসা ও জনপ্রিয়তা।
তবে এতো বছর পরেও ভালো কাজ পাননি বলে জানিয়েছেন সন্দিপ্তা। তিনি বলেন, অভিনয়ের ১৪ বছরের এই ক্যারিয়ারে এখন পর্যন্ত বড় পর্দায় ভালো কোনো কাজের সুযোগ পাননি তিনি। এটা যখন মনে হয়, তখন ভীষণ খারাপ লাগে বলে জানান লাস্যময়ী এই অভিনেত্রী।
তবে পরিচালক, প্রযোজকরা অভিনেত্রীকে ভালো কাজ দেবেন বলে আশা করছেন তিনি। আর ধৈর্য নিয়ে সেই অপক্ষায় রয়েছেন সন্দিপ্তা। সেই সঙ্গে আরও ভালোভাবে নিজেকে তৈরি করছেন ‘টাপুরটুপুর’ খ্যাত এই অভিনেত্রী।
তিনি আরও বলেন, এই এক যুগের বেশি সময়ে একটা বিষয় খুব ভালোভাবে বুঝেছি যে, ভালো কাজ করলে মানুষ অনেক ভালোবাসা দেবেন। আর নিজের কাজটা ভালো না করলে খুব সহজেই মানুষ ছুড়ে ফেলে দেবেন। তাই যে কাজই করি আমি, চেষ্টা করি মন দিয়ে করার।