নাসিম রুমি: অবশেষে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বলিউড সুপারস্টার আমির খানের পুত্র জুনায়েদ খানের। তার অভিনীত প্রথম সিনেমা ‘মহারাজা’। আগামী ১৪ জুন নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে সিনেমাটির। সিনেমাটি ঘিরে বেশ আশাবাদী যশরাজ ফিল্মস ও এর কর্ণধার আদিত্য চোপড়া।
‘মহারাজা’র কাহিনী মূলত ১৮৬২ সালের ঘটে যাওয়া ‘মহারাজ লিবেল কেস’ এর ঘটনা থেকে অনুপ্রাণিত। যেখানে একজন বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে নিজের নারী শিষ্যদের ধর্ষণ করার অভিযোগ ওঠে। মূলত সেই কাহিনীকে কেন্দ্র করেই আসন্ন এই সিনেমাটি নির্মিত হয়েছে।
এতে সাংবাদিক ও সমাজকর্মী করসনদাস মুলজির ভূমিকাতে দেখা যাবে জুনায়েদকে। তার বিপরীতে দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেত্রী শালিনী পান্ডেকে। এছাড়াও সিনেমাতে অন্যতম ভূমিকায় থাকবেন ‘পাতাললোক’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াত। যিনি ধর্মগুরুর চরিত্রে অভিনয় করবেন।