English

34 C
Dhaka
সোমবার, মার্চ ৩১, ২০২৫
- Advertisement -

১০০ শিল্পীর কণ্ঠে ১০০ গান

- Advertisements -

পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে নতুন করে ১০০ ফোকগান কণ্ঠে তুলেছেন ১০০ জন শিল্পী। যা বাংলাদেশের সংগীত জগতে এক নতুন মাইলফলক। গত ১৯ ফেব্রুয়ারি এফডিসিতে সেট তৈরি করে গানগুলোর শুটিং করা হয়। আর পুরো এই প্রজেক্টটির প্ল্যান ও তত্ত্বাবধানে ছিলেন ডিজে রাহাত। মিউজিক প্রগ্রামিংয়ের দায়িত্বে ছিলেন আদিব কবির ও শান সায়েক।

আদিব বলেন, ‘আমরা ৩০ দিনে গানগুলো তৈরি করেছি। একদিকে মিউজিক প্রগ্রামিং হয়েছে, অন্যদিকে হয়েছে ভয়েজ টেক। শিল্পীরা আমাদের সহযোগিতা করেছেন বলেই এত সহজে এ রকম একটা বড় প্রজেক্ট করতে পেরেছি।’

ঈদের পর থেকেই প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান প্রকাশিত হবে ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেল থেকে। পাশাপাশি ই-পিয়ানো নামের ফেসবুক পেজ থেকে গানগুলোর সবশেষ আপডেট জানানো হবে।

আদিব বলেন, ‘আমাদের শিল্পী তালিকায় দেশের অধিকাংশ শিল্পীই আছেন। এর মধ্যে মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা, সাথী খানসহ আরও অনেকে।’

এরইমধ্যে পরের সিজন নিয়েও পরিকল্পনা শুরু হয়ে গেছে বলে জানান আদিব। তার কথায়, ‘আমরা এখন পরের সিজন নিয়ে পরিকল্পনা করছি। আশা করছি, আরও ১০০ গান নিয়ে কাজ করব। বাংলাদেশে আসলে ফোকগানের অভাব নেই। এত সমৃদ্ধ যে চাইলে ১০০০ গানও করা সম্ভব। দেখি আমরা কতগুলো গান তুলে আনতে পারি নতুন করে।

জানা গেছে, পুরো প্রজেক্ট বিদেশ বসেই নিয়ন্ত্রণ করেছেন ডিজে রাহাত। গত ১৭ ফেব্রুয়ারি শুটিং উপলক্ষে দেশে এসেছিলেন তিনি। ছিলেন সেট ডিজাইন ও শুটিংয়ে। শুটিং শেষ করে ২০ ফেব্রুয়ারি আবার বিদেশে চলে গেছেন রাহাত।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন