English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
- Advertisement -

হোটেল রুম থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

- Advertisements -

আউটডোর শুটিং করতে গিয়ে মালায়ালম অভিনেতা দিলীপ শঙ্করের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার ভারতের উত্তর প্রদেশের বেনারসের একটি হোটেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

কয়েকদিন ধরে অভিনেতাকে রুম থেকে বেরোতে না দেখে সন্দেহ হয় হোটেলের কর্মীদের। অবশেষে দুই দিন পর হোটেলের কক্ষ থেকে অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।

এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, বেনারসে একটি টিভি সিরিয়ালের শুটিংয়ের জন্য গিয়েছিলেন দীলিপ শঙ্কর। শুটিংয়ে বিরতি ছিল। এতে করে হোটেল রুমে অবস্থান করছিলেন তিনি। দুই দিন পর হোটেল বয় দুর্গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনএন জানিয়েছে, টানা দুই দিন হোটেল রুম থেকে বের হননি দীলিপ শঙ্কর। তার সহকর্মীরা মুঠোফোনে না পেয়ে হোটেল যান। এরপর হোটেল স্টাফ রুমটি খুলে অভিনেতার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাস্থলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এ বিষয়ে কাজ করছে ফরেনসিক টিম।

দিলীপ শঙ্কর ‘আম্মাইয়ারিআত্থে’, ‘পঞ্চগনির’ মতো অসংখ্য জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন।  অভিনেতার মৃত্যুর সংবাদে দক্ষিণী টেলিভিশন অঙ্গনে এবং অনুরাগীমহলে শোকের ছায়া নেমে এসেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন