নাসিম রুমি: শোবিজের তারকাদের সঙ্গে ক্রিকেটারদের প্রেমের সম্পর্ক নতুন কিছু নয়। এই ধারায় নতুন যুক্ত হলেন বলিউডের অভিনেত্রী সারা আলী খান ও ভারতের জাতীয় দলের তারকা ক্রিকেটার শুভমান গিল। গুঞ্জন উঠেছে তারা দু’জন চুটিয়ে প্রেম করছেন। এটা সবার ধারণার মধ্যেই সীমাবদ্ধ ছিল এতোদিন। কিন্তু নতুন একটি ঘটনা এই গুঞ্জনের পালে শাখা-প্রশাখা তৈরি করেছে। সবাই এবার ধরেই নিচ্ছেন সারা-শুভমান আসলেই প্রেম করছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একই হোটেল থেকে তাড়াহুড়ো করেই বেড়িয়ে যাচ্ছেন দু’জন।
হোটেলের লবি ছেড়ে যাওয়ার সময় সারার পরনে ছিল গোলাপী পোশাক। আর শুভমানকে দেখা গেছে লাগেজসহ হোটেল থেকে বের হতে। হোটেল ছেড়ে যাওয়ার সময় এমনভাবে বের হচ্ছিলেন যেন নিজেদের আড়াল করতে চাইছেন। পরে দু’জন একই ফ্লাইটে ভ্রমণ করেন।
দু’জনকে একই হোটেল থেকে বেড়িয়ে গিয়ে একই ফ্লাইটে ভ্রমণের ঘটনায় ঘনিষ্ঠজনেরাও তাদের সন্দেহের চোখে দেখছেন। টুইটারে প্রকাশ হওয়া এই ভিডিও নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে অন্তর্জালে।
কে বা কারা এই ভিডিও ফাঁস করেছেন, তা জানা যায়নি। তবে ভিডিও পোস্টের কমেন্টে এক ভক্ত লিখেছেন, এই বন্ধন (বলিউড-ক্রিকেট) অনেক পুরনো, এমনকি নব্বই দশকেরও আগের। বলিউড ও ক্রিকেট অবিচ্ছেদ্য এক অংশ, তাই সম্পর্কের খবরও হঠাৎ করেই বেরিয়ে আসে।
আরেকজন লিখেছেন, দ্বিতীয়বারের মতো তাদের একসঙ্গে দেখা যাচ্ছে, এটা নিশ্চিত প্রেম।
তবে এ বিষয়ে সারা ও গিল এখনও কোনো মন্তব্য করেননি।
সারা ও গিলকে প্রথমবার চলতি বছরের জানুয়ারি মাসে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে একসঙ্গে দেখা যায়। তারপর থেকেই তাদের সম্পর্কের বিষয়ে গুঞ্জন ছড়াতে শুরু করেছে।