নাসিম রুমি: বক্স অফিসে এখনও চলছে ‘পাঠান’ ঝড়। হলমুখী শাহরুখ ভক্তরা। কিং খানের চার বছর পর কামব্যাক নাড়িয়ে দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিকে। উন্মাদনার ঢেউ পৌঁছেছে দক্ষিণেও। বাংলায়ও রীতিমতো পাঠান ঝড় চলছে।
এসবের মধ্যেই অভিনেতার সম্পর্কে জানা গেল এক গোপন কথা। হোটেলে গেলেই সে কাণ্ড ঘটিয়ে বসেন শাহরুখ, যা তিনি নিজেই জানিয়েছেন।
সম্প্রতি বলিউড বাদশা জানিয়েছেন হোটেলে গিয়ে চুরি করেন তিনি। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। হোটেলে গেলেই নাকি এমনই কাণ্ড ঘটান তিনি। চকলেট দেখতে পেলেই তা তিনি পুরে নেন পকেটে। এটা নাকি তার আনেক দিনের অভ্যাস।
শাহরুখের মুখে এ কথা তার ভক্তরা জানার পড় মহা খুশী। আনেক ভক্ত শাহরুখের বাসায় বিভিন্ন ধরনের দামী চকলেট নিয়ে আসেন। কিন্ত শাহরুখের পক্ষ থেকে কেউ তা গ্রহন করেননি। বিষয়টি শাহরুখ বেশ উপভোগ করছেন বলে জানা যায়।