English

34 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
- Advertisement -

হৃতিককে ‘সুপুরুষ’ বলে মনে হয় না সামান্থার

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশান। তার সৌন্দর্য হলিউড তারকাদেরও টেক্কা দিয়েছে। সেরা সুপুরুষের তালিকায় অনেক হলিউড স্টারকে টপকে গিয়েছেন হৃতিক। তিনি সুন্দর পুরুষ নন, এ কথা অস্বীকার করার মানুষের সংখ্যা কম।

সেই কম সংখ্যক মানুষের তালিকায় নাম আছে সামান্থা রুথ প্রভুর। তার নজরে হৃতিক ততটাও সুন্দর নন। বলিউডের ‘হ্যান্ডসম হাঙ্ক’কে ১০-এ নম্বরও দিয়েছেন সামান্থা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থাকে জিজ্ঞেস করা হয়েছিল, হৃতিককে ১০-এ কত নম্বর দিতে চান তিনি।

সামান্থা তাকে ৭ নম্বর দিয়েছিলেন। তার পর সামান্থা বলেছিলেন, ‘এই কথা শুনে অনেকেই হয়তো আমার উপর রেগে যাবেন। তবে আমি এটাই বলব যে, হৃতিককে আমার ততটাও সুন্দর পুরুষ বলে মনে হয় না। তাকে ১০-এর মধ্যে ৭-এর চেয়ে বেশি নম্বর দিতে পারব না।’

তাহলে ১০-এ ১০ কাকে দিয়েছিলেন সামান্থা? অভিনেত্রী জানিয়েছিলেন, দক্ষিণী তারকা মহেশবাবুকে তার বেশ ভালোই দেখতে লাগে। তাকেই ১০-এ ১০ দিয়েছিলেন সামান্থা। তিনিই সামান্থার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ।

সামান্থার অভিনয় দর্শকের পছন্দ। তার অনুরাগীর সংখ্যাও কম নয়। অভিনেত্রীর ব্যক্তিজীবন বরাবরই চর্চায় থাকে। ২০২১ সালে তার ডিভোর্স হয় নাগা চৈতন্যর সঙ্গে। নাগাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন