English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

হুমকি উপেক্ষা করে ভোটকেন্দ্রে সালমান, সপরিবারে এলেন শাহরুখও

- Advertisements -

নাসিম রুমি: ভারতের মহারাষ্ট্রে চলছে বিধানসভা নির্বাচন পর্ব। এদিন সকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রে তারকা সমাবেশ। ভোট দিয়েছেন রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, অক্ষয় কুমার, গোবিন্দারা। বিষ্ণোই গ্যাংয়ের লাগাতার প্রাণে মারার হুমকির মাঝেই সালমান খান এদিন ভোট দিতে প্রকাশ্যে আসবেন কিনা, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা। অভিনেতার পরিবারের সদস্যরা দুপুরে সেরে ফেলেন ভোটদান পর্ব।

বুধবার (২০ নভেম্বর) বান্দ্রার ভোটকেন্দ্রে দেখা মেলে সেলিম খান, আরবাজ খানদের। বিকালে পৌঁছালেন বলিউড ভাইজান সালমান খান। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই নিজের নাগরিক দায়িত্ব পালন করেন এই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বান্দ্রার সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেন ভাইজান। গাড়ি থেকে সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করেন সালমান। বেরিয়ে আসার সময় জড়ো হওয়া ভক্তদের উদ্দেশ্যে ছুড়ে দেন ফ্লায়িং কিস।

এদিন সালমানের নিরাপত্তা নিশ্চিত করতে মুম্বাই পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছিল কড়া বন্দোবস্ত। ছিল হাই-টেক ড্রোন, কমান্ডো।

এরপর দেখা মেলে শাহরুখ খানেরও। মাসখানেক আগে লোকসভা নির্বাচনের দিনও সপরিবারে ভোট দিতে গিয়েছিলেন বাদশাহ। বুধবার মহারাষ্ট্রের বিধানসভা ভোটের দিনও সেই একই চিত্র ধরা পড়ল পাপারাজ্জিদের ক্যামেরায়। বলিউডের বাকি তারকাদের মতো সাতসকালে বা দুপুরে নয়, বরং ভোটগ্রহণের একদম অন্তিমলগ্নে সপরিবারে বুথে পৌঁছলেন কিং খান।

হাজারো ব্যস্ততার মাঝেও নিজের নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন বলিউডের এই শাহরুখ। রাজনীতি থেকে দূরে থাকলেও সময়মতো ভোট দিতে ভোলেন না তিনি। এদিনও সপরিবারে বিধানসভা নির্বাচনে অংশ নিলেন বাদশাহ। স্ত্রী গৌরী খান ও দুই সন্তান সুহানা ও আরিয়ানকে নিয়ে ভোটকেন্দ্রে হাজির হতে দেখা যায় অভিনেতাকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন