English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

হুইল চেয়ারে করে হাসপাতাল ছাড়লেন গোবিন্দ

- Advertisements -

নাসিম রুমি: চার দিন পর বলিউড অভিনেতা গোবিন্দ হাসপাতাল থেকে ছাড়া পেলেন। বের হয়েই কৃজ্ঞতা জানালেন ভক্ত এবং সৃষ্টিকর্তার প্রতি। তবে এ সময় তাকে হুইল চেয়ারে করে হাসপাতাল ছাড়তে হয়। সঙ্গে ছিলেন তার স্ত্রী সুনীতা আহুজা ও কন্যা টিনা আহুজা।

শুক্রবার ৪ অক্টোবর দুপুরে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এর আগে টানা চার দিন গুলিবিদ্ধ হয়ে তাকে মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।

হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের গোবিন্দ বলেন, ‘বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাই, যারা হৃদয়ের অন্তস্থল থেকে আমার জন্য দোয়া করেছেন। আমি হৃদয় থেকেই তাদের ভালোবাসি। এছাড়া সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। এ যাত্রায় তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। সবাই আামার এবং আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন।’

হাসপাতাল থেকে বের হওয়ার সময়ে ভক্তদের উড়ন্ত চুমু ছুড়ে দেন গোবিন্দ। যে ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হাসপাতাল থেকে সরাসরি বাসায় যাওয়ার কথা রয়েছে গোবিন্দের।

উল্লেখ্য, ১ অক্টোবর ভোর ৫টা নাগাদ গুলিবিদ্ধ হন গোবিন্দ। ঠিক সে সময়ে তিনি বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভোরের ফ্লাইটে তার কলকাতায় যাওয়ার কথা ছিল। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। মুম্বাইয়ের একটি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগে তাকে ভর্তি করা হয়। জানা গেছে, গুলি তার হাঁটুতে লেগেছিল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন