দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা মুক্তির বিষয়টি ফের জোরালো হয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পাঠান’ ছবিকে ঘিরেই মূলত এ তোড়জোড়। নির্মাতা-প্রযোজক অনন্য মামুন তার প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি বাংলাদেশের সিনেমা হলে মুক্তি দিতে চান।
এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছেন। সেই মোতাবেক হয়েছে বৈঠকও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। কারণ বিষয়টি নির্ভর করছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মিলিত মতামতের ওপর।
বসে নেই এফডিসি কেন্দ্রিক সংগঠনগুলোও। শনিবার (২৮ জানুয়ারি) এফডিসিতে বিভিন্ন সংগঠনের নেতা-সদস্য বৈঠকে অংশ নেন। ভারতীয় তথা হিন্দি সিনেমা আমদানির বিষয়ে তারা আলোচনা করেন। সেই আলোচনা ইতিবাচক বলেই ইঙ্গিত দিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সদস্য, চিত্রনায়ক রিয়াজ।
তিনি নিজেও হিন্দি ছবি আমদানির পক্ষে। রিয়াজের মতে, ‘আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত হিন্দি ছবি চালানোর পক্ষে। এটা করতে পারলে হল সচল হবে। ফলে অনেক প্রযোজক নতুন নতুন সিনেমা বানাতে ফিরে আসবেন।’
বিষয়টি নিয়ে চলচ্চিত্র সংগঠনগুলোর বৈঠকের সারাংশ জানিয়ে রিয়াজ বলেন, ‘মিটিংয়ে আলোচনার বিষয় ছিলো হল বাড়ানো। আমাদের ১২শ হল কমতে কমতে এখন ৫০-৬০টিতে এসে ঠেকেছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে হয়তো একটা হলও থাকবে না। আমাদের সব সমিতির কথা হচ্ছে, এখন আপাতত হল বাঁচতে হবে।
মানুষকে হলে আনার অভ্যাস করাতে হবে। এ জন্য দেশের বাইরের ভালো ভালো কন্টেন্ট এনে হলেও হল সচল করতে হবে। তাই সব সমিতি মিলে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত হিন্দি ছবি চালানোর পক্ষে। এটা নিয়েই শিগরিই সম্মিলিত সিদ্ধান্ত জানাবে সমিতিগুলো।’
দর্শক এবং সিনে ইন্ডাস্ট্রির বড় অংশ হিন্দি ছবি আমদানির পক্ষে হলেও কিছু মানুষ এটাকে হুমকি বা ক্ষতি হিসেবেই দেখছেন। তাদের মতে, বলিউডের মতো প্রভাবশালী ইন্ডাস্ট্রির ছবি যদি এ দেশে মুক্তি পায়, তবে দেশের ইন্ডাস্ট্রি একেবারে ভেঙে পড়বে।
সেসব মানুষের উদ্দেশে রিয়াজের বক্তব্য, ‘যারা ওই কথা বলছেন, তারা সবাই তাদের ব্যক্তিগত মতামত দিচ্ছেন। তাদের ব্যক্তিগত মতামত নিয়ে আমি কোনও কথা বলতে চাই না। তবে আমি মনে করি, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন দর্শক অনেক গুরুত্বপূর্ণ। দর্শকরা জানে কাদের কারণে হল বন্ধ হয়েছে। এখন যদি তারাই হল বন্ধের কথা বলে, চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি ধ্বংসের কথা বলে, সেটা হাস্যকর লাগে।’
শাহরুখের ‘পাঠান’ কিংবা শুধু হিন্দি সিনেমা নয়, বাইরের দেশের ভালো সিনেমাগুলোই দেশের প্রেক্ষাগৃহে আনার পক্ষে রিয়াজ। তার স্পষ্ট মন্তব্য, “আমি এমন কিছু চাই, যাতে করে আমাদের সিনেমা হল বাঁচে। প্রযোজক যেন না বলেন, ‘একটা বাংলা ছবি চালিয়েছি, কিন্তু দুপুরের শোতে মাত্র ২ জন দর্শক। কীভাবে টাকা তুলবো? আামাকে তো হলটা বন্ধ করে দিতে হবে’।”
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বিশ্বের শতাধিক দেশের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। একইদিন ছবিটি বাংলাদেশেও মুক্তি দিতে চেয়েছিলেন অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। এ বিষয়ে ২৪ জানুয়ারি তথ্য মন্ত্রণালয়ে বৈঠক হয়। সে আলোচনায় বিষয়টির মীমাংসা হয়নি; কারণ আইনের জটিলতা।
আমদানি নীতিমালার একটি অংশে বলা আছে, উপমহাদেশের কোনও ছবি আমদানি করা যাবে না। আবার আরেকটি অংশে বলা হয়েছে, সাফটা চুক্তির আওতায় একটি ছবি রফতানির মাধ্যমে আরেকটি ছবি আমদানি করা যাবে। এই সংশয়ের কারণে বাণিজ্য মন্ত্রণালয়েও চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়।
আমদানিকার আবেদনকর্তা অনন্য মামুনের প্রত্যাশা, সার্বিক জটিলতা কাটিয়ে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি দিতে পারবেন। তবে সেই প্রত্যাশা আদৌ বাস্তবায়ন হয় কিনা, তা সময় বলে দেবে।